![]() |
চট্টগ্রাম ফোরাম উত্তরা – ঢাকা এর অগ্রগতি এবং অর্জন |
|
”চট্টগ্রাম ফোরাম উত্তরা – ঢাকা” ইতিমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন প্রকার রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক জটিলতা অতিক্রান্ত করে বর্তমানে এটি একটি সুপ্রতিষ্ঠিত সামাজিক প্রতিষ্ঠান। সংগঠনের বলিষ্ঠ নের্তৃত্ব ও সকলের সহযোগীতায় এই সংগঠনটিকে আজকের পর্যায়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। বিশেষ করে যারা বিগত বৎসর গুলিতে সংগঠনের কার্যনিবাহী পরিষদের সদস্য ছিলেন তাঁদের ঐকান্তিক চেষ্টা, মেধা, শ্রম, ও অর্থের বিনিময়ে আজকের ”চট্টগ্রাম ফোরাম উত্তরা – ঢাকা”। বর্তমানে ইসি কমিটিও পূর্বের ধারাবাহিকতা এবং নিজেদের ঐকান্তিক চেষ্ঠা ও অনুদানে ফোরামের কার্যক্রম এগিয়ে নিয়েছে। বর্তমান নির্বাহী কমিটির বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্জন রয়েছে।
সেই অর্জনসমূহের আংশিক চিত্র নিম্নে তুলে ধরা হল:
চট্টগ্রাম ফোরাম উত্তরা - ঢাকা |