ভবিষ্যৎ লক্ষ্য ও উদ্দেশ্য

ক্রমিক নং

কর্মসূচী

০১।

পুষ্ঠপোষক সদস্য সংখ্যা ৩০ জনে উন্নীত করণ

০২।

দাতা সদস্য সংগ্রহ করণ

০৩।

সদস্যগণের জন্য উন্নতমানের আইডি কার্ড এর ব্যবস্থা করণ, যাহা পরিচয়পত্র হিসাবে ব্যবহার এবং বিভিন্ন জায়গায় প্রদর্শণপূর্বক সেখানে প্রতিষ্ঠানকে প্রদত্ত সুবিধা ভোগ করা যায়

০৪।

সদস্যগণের মেধাবী ছেলে/মেয়েদের বৃত্তি প্রদানের মাধ্যমে পড়ালেখায় উৎসাহিত করণ

০৫।

মহামারি, প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা কবলিত এলাকায় প্রয়োজনে সাহায্যেরে ব্যবস্থা করণ

০৬।

ঢাকায় অবস্থানরত চট্টগ্রামের অভাবী ও দু:স্থ রোগীদের চিকিৎসার ব্যবস্থা করণ

০৭।

ঢাকায় অবস্থানরত চট্টগ্রামের অধিবাসী গুণিজনদের সম্বর্ধনার ব্যবস্থা করণ

০৮।

ঢাকায় অবস্থানরত ফোরামের সদস্য পরিবারের বেকার যুবক/যুবতীদের অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করণ

০৯।

চট্টগ্রাম ফোরাম উত্তরা - ঢাকা’কে আগামিতে আরও উদ্দ্যেমী ও অংশ গ্রহণমূলক কার্যকরী কমিটি গঠন করার মাধ্যমে এই সংগঠনকে আরো গতিশীল করণের ব্যবস্থা গ্রহণ করা

১০।

অন্যান্য

চট্টগ্রাম ফোরাম উত্তরা - ঢাকা